Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা মার্কেটিং অফিস থেকে আপনি নিম্নবর্ণিত সেবাগুলো পেতে পারেন

সেবার বিবরণ

কখন কিভাবে পাবেন

১। বাজার দর তথ্যঃ

·        জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজার দর

·        অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

·        জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২টি বাজারের কৃষকপ্রাপ্ত  ও মৌসুমী ফসলের পাক্ষিক বাজার দর

·        অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

·        জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহান্ত বুধবার) বাজার দর তথ্য

·        অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

·        সরকারী ,বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদাপত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার দর তথ্য।

·        সংস্থার চাহিদাপত্র গ্রহণের পর দৈনিক বাজার দর বুলেটিনের  তথ্যের মাধ্যমে ০৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হইবে।

 

 

২। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্তঃ

·        কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন

·        আবেদন পত্র প্রাপ্তির ০৭ কার্যদিবসের মধ্যে।

 

৩। অন্যান্য সেবাসমুহঃ

·        সিরাজগঞ্জ জেলার অধীন সকল হিমাগারের আলু সংরক্ষণ ও খালাসের তথ্য ।

·        কৃষি উপকরণ হিসাবে রাসায়নিক সারের সিরাজগঞ্জ জেলা পর্যায়ের চলতি বাজার দর তথ্য।

·        আলু সংরক্ষণ ও খালাসের মৌসুমে (মার্চ  হতে নভেম্বর পর্যন্ত)

·        অফিসে সংগৃহীত বাজার দর তথ্যের ভিত্তিতে  চাহিদাপত্র অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে

 

·        উত্তর-পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকল্প-এর আওতাভূক্ত ফসলসমুহের বিপণন সেবা বিষয়ক তথ্য

·        উত্তর-পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকল্প

( বিপণন অংশ) কার্যক্রমের ভিত্তিতে অফিস সময়ের মধ্যে।

 

৪। ওয়েব সাইটের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য ও বিপণন সংক্রান্ত তথ্য সেবা

·        www.dam.gov.bd  ওয়েব সাইট - এর তথ্য ভান্ডার থেকে যে কেহ কৃষিপণ্যের বিপণন সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

 

·        কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যুক্ত ‘ সিটিজেন চার্টারে’ বর্ণিত যে কোন সেবার জন্য ‘ ফোকাল পয়েন্ট’ হিসাবে জেলা বাজার কর্মকর্তা-এর সাথে সরাসরি অথবা ০৭৫১-৬৩৫১৯ নম্বর ফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

·        আপনার অভিযোগের বিষয়টি ০৭ দিনের মধ্যে অত্র অফিস জবাবদিহি/কার্যকর ব্যবস্থা গ্রহণে দায়বদ্ধ।

·        যদি ঐ সময়সীমার মধ্যে ব্যবস্থা গৃহীত না হয় তবে আপনি এ ব্যাপারে উপ-পরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী ২১৮ সপুরা হাউজিং এস্টেট, পোঃ ক্যান্টনমেন্ট শাখা, বাজশাহী-৬২০২ ঠিকানায় লিখিতভাবে অথবা ফোন/ফ্যাক্সঃ ০৭২১-৭৬০৯৬২ নম্বরে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।