জেলা মার্কেটিং অফিস থেকে আপনি নিম্নবর্ণিত সেবাগুলো পেতে পারেন
সেবার বিবরণ | কখন কিভাবে পাবেন |
১। বাজার দর তথ্যঃ · জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজার দর | · অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
· জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২টি বাজারের কৃষকপ্রাপ্ত ও মৌসুমী ফসলের পাক্ষিক বাজার দর | · অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
· জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহান্ত বুধবার) বাজার দর তথ্য | · অফিস কার্যদিবসে দুপুর ১২.০০টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
· সরকারী ,বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদাপত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার দর তথ্য। | · সংস্থার চাহিদাপত্র গ্রহণের পর দৈনিক বাজার দর বুলেটিনের তথ্যের মাধ্যমে ০৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হইবে। |
| ২। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্তঃ · কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন | · আবেদন পত্র প্রাপ্তির ০৭ কার্যদিবসের মধ্যে। |
| ৩। অন্যান্য সেবাসমুহঃ · সিরাজগঞ্জ জেলার অধীন সকল হিমাগারের আলু সংরক্ষণ ও খালাসের তথ্য । · কৃষি উপকরণ হিসাবে রাসায়নিক সারের সিরাজগঞ্জ জেলা পর্যায়ের চলতি বাজার দর তথ্য। | · আলু সংরক্ষণ ও খালাসের মৌসুমে (মার্চ হতে নভেম্বর পর্যন্ত) · অফিসে সংগৃহীত বাজার দর তথ্যের ভিত্তিতে চাহিদাপত্র অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে |
| · উত্তর-পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকল্প-এর আওতাভূক্ত ফসলসমুহের বিপণন সেবা বিষয়ক তথ্য | · উত্তর-পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকল্প ( বিপণন অংশ) কার্যক্রমের ভিত্তিতে অফিস সময়ের মধ্যে। |
| ৪। ওয়েব সাইটের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য ও বিপণন সংক্রান্ত তথ্য সেবা | · www.dam.gov.bd ওয়েব সাইট - এর তথ্য ভান্ডার থেকে যে কেহ কৃষিপণ্যের বিপণন সংক্রান্ত তথ্য জানতে পারবেন। |
· কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যুক্ত ‘ সিটিজেন চার্টারে’ বর্ণিত যে কোন সেবার জন্য ‘ ফোকাল পয়েন্ট’ হিসাবে জেলা বাজার কর্মকর্তা-এর সাথে সরাসরি অথবা ০৭৫১-৬৩৫১৯ নম্বর ফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। · আপনার অভিযোগের বিষয়টি ০৭ দিনের মধ্যে অত্র অফিস জবাবদিহি/কার্যকর ব্যবস্থা গ্রহণে দায়বদ্ধ। · যদি ঐ সময়সীমার মধ্যে ব্যবস্থা গৃহীত না হয় তবে আপনি এ ব্যাপারে উপ-পরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী ২১৮ সপুরা হাউজিং এস্টেট, পোঃ ক্যান্টনমেন্ট শাখা, বাজশাহী-৬২০২ ঠিকানায় লিখিতভাবে অথবা ফোন/ফ্যাক্সঃ ০৭২১-৭৬০৯৬২ নম্বরে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS